চাকরিপ্রত্যাশীদের জন্য আশার খবর
প্রথম আলো
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১১:৩১
চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর। করোনার কারণে স্থগিত হওয়া নিয়োগ বিজ্ঞপ্তির জট খুলতে শুরু করেছে। শুরু হচ্ছে বিভিন্ন খাতের নিয়োগ পরীক্ষা। আবার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়াও শুরু হয়েছে।
এভাবেই ছয় মাস পর কিছুটা হলেও স্বাভাবিক হতে শুরু করেছে চাকরির বাজার। এতে চাকরিপ্রত্যাশীদের মনে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
এদিকে কয়েক মাস ধরে আটকে থাকা নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে প্রার্থীদের বয়সে ছাড় দিয়েছে সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী গত ২৫ মার্চ যাঁদের বয়স ৩০ (সাধারণ প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা) হয়েছে, তাঁরাও আটকে থাকা নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।