কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আইপিএল যখন ‘ভারতীয় পেট লিগ’

প্রথম আলো সংযুক্ত আরব আমিরাত প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:১৫

শেষ পর্যন্ত মাঠে গড়িয়েছে আইপিএল। কাল গ্যালারিতে যথারীতি দর্শক ছিল না, কিন্তু মাঠে ছিল জমজমাট লড়াই। চেন্নাই সুপার কিংস সে লড়াইয়ে ৫ উইকেটে হারায় মুম্বাই ইন্ডিয়ানসকে। রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনিদের এ ম্যাচে কিন্তু আরও একটি বিষয় অনেকের চোখে পড়েছে। দুই দলেরই বেশ কিছু খেলোয়াড় একটু মোটা হয়ে গেছেন। বিশেষ করে পেট ও কোমরের অংশ। একটু আনফিট লাগে কি?


অনেকের কাছে তেমন মনে হয়েছে বলেই আলোচনা চলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। করোনাভাইরাস মহামারির সময়ে তো মাঠে খেলা গড়ায়নি। দীর্ঘ কয়েক মাস ঘরে বসে বেকার বসে থাকতে হয়েছে খেলোয়াড়দের। অনেকে নিজ উদ্যোগে ফিটনেস ধরে রাখার চেষ্টা করলেও সেটি মোটেও সাধারণ সময়ের মতো হওয়ার কথা নয়। এতে খেলোয়াড়দের শরীরটা নিয়ন্ত্রণের একটু বাইরে চলে যাওয়া অস্বাভাবিক কিছু না। ভারত হকি দলের সাবেক অধিনায়ক বীরেন রাসকুইনহা তাই টুইট করেন, ‘আমি গলির ক্রিকেট পর্যন্ত খেলেছি। কিন্তু আইপিএলে কিছু খেলোয়াড়কে দেখে আমি স্তম্ভিত, বেশ আনফিট লাগছে। আমি আর কোনো শরীর নির্ভর খেলা দেখিনি যেখানে ফিটনেসের এ অবস্থা নিয়ে খেলোয়াড়েরা সর্বোচ্চ পর্যায়ে লড়াই করে থাকে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও