কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অর্থসংকটে কক্সবাজারে ১০ হাজার পরিবার

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৬

.tdi_2_c51.td-a-rec-img{text-align:left}.tdi_2_c51.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});মহামারী করোনার কারণে দীর্ঘ ছয় মাস ধরে বন্ধ রয়েছে বিদেশে কাঁকড়া ও কুঁচে রপ্তানি। বিশেষ করে বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই কাঁকড়ার বিরাট বাজার চিনে রপ্তানি বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম অর্থসংকটে পড়েছেন কক্সবাজারের ১০ হাজার পরিবার। অপরদিকে কাঁকড়া শিল্পে এই অচলাবস্থার কারণে সরকারও প্রতিমাসে হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। এই পরিস্থিতিতে চিনে কাঁকড়া রপ্তানির জন্য প্রশাসনিক জটিলতা দ্রুত নিরসনসহ এই শিল্পকে বাঁচানোর দাবিতে চকরিয়া কাঁকড়া উৎপাদন সরবরাহকারী বহুমূখী সমবায় সমিতি মানববন্ধন ও সমাবেশ করেছে। গতকাল শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভার ভাঙারমুখ স্টেশনে এই কর্মসূচি পালন করে কাঁকড়া শিল্পের সাথে জড়িতরা। কর্মসূচিতে বক্তারা বলেন, কক্সবাজার জেলা থেকে প্রতিবছর বিপুল পরিমাণ কাঁকড়া চিনে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় হতো। বর্তমানে মহামারি করোনার কারণে দীর্ঘ ছয় মাসের অধিক সময় চিনে কাঁকড়া ও কুঁচে রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে একদিকে যেমন সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, তেমনি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কাঁকড়া শিল্পের সাথে সম্পৃক্ত জেলার ১০ হাজার পরিবার। রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় ব্যাংক ঋণের চাপ আর পরিবার পরিজন নিয়ে রীতিমত তারা হিমশিম খাচ্ছেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাঁকড়া সরবরাহকারী ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তৈয়ব। পটল বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য দেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, জামাল হোসেন, ইসমাঈল সওদাগর, জামাল হোসেন, শশাঙ্ক বড়ুয়া, সৈয়দ আলম, শফিকুর রহমান, মোহাম্মদ এরশাদ, মো. মকছুদ, জাকের আহমদ, প্রভাত কুমার বড়ুয়া, কাজল হোছাইন, সারনাথ বড়ুয়া, মিজানুর রহমান প্রমুখ।.tdi_3_77f.td-a-rec-img{text-align:left}.tdi_3_77f.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত