কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চার লাখ চামড়ার সবগুলোই বিক্রি

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৯:০০

.tdi_2_fcc.td-a-rec-img{text-align:left}.tdi_2_fcc.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});করোনাভাইরাস মহামারীর মধ্যেও চট্টগ্রামের কাঁচা চামড়ার আড়তদাররা কোরবানির শতভাগ চামড়া (লবণ দেওয়া কাঁচা চামড়া) বিক্রি করেছেন। এতে স্বস্তি প্রকাশ করেছেন তারা। এবার ৪ লাখের মতো কাঁচা চামড়া সংগ্রহ করেছিলেন চট্টগ্রামের আড়তদাররা। সব চামড়াই বিক্রি হয়ে গেছে। এবার করোনাকালীন মন্দার মধ্যে ৩৫ কোটি টাকার চামড়া বিক্রি করেছেন বলে জানিয়েছেন বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা। এই ব্যাপারে বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা মো. মুসলিম উদ্দিন গতকাল আজাদীকে জানান, কোরবানির পর থেকে ঢাকার ট্যানারি মালিকরা যোগাযোগ শুরু করলেও গত ১৫ দিন থেকে বিক্রি শুরু হয়েছে। এখন আমাদের কাছে শুধুমাত্র ঢাকা হাইটসের ৫০ হাজার চামড়া আছে। অবশিষ্ট সব চামড়া বিক্রি হয়ে গেছে। চট্টগ্রামের একমাত্র ট্যানারি রিফ লেদার এবার ৫০ হাজারের মতো চামড়া ক্রয় করেছে। এছাড়া ঢাকার পান্না লেদার ৩৫ হাজার, মুক্তি লেদার ১৫ হাজার, খুলনার সুপার ট্যানারি ৩৫ হাজার, ঢাকার আব্বাস আড়ত ২০ হাজার এবং ঢাকার আরো কয়েকটি আড়ত ২৫ হাজার চামড়া ক্রয় করেছে। তিনি বলেন, আমাদের সমিতির ১১২ জন সদস্য থাকলেও প্রতি বছর লোকসান গুনতে গুনতে অনেকেই এবার চামড়া কিনেনি। এবার আমরা ৫৫ জনের মতো আড়তদার চামড়া কিনেছি। তারপরও সব চামড়া বিক্রি হয়েছে। এতেই আমরা খুশি। চট্টগ্রামের একজন আড়তদার জানান, চট্টগ্রামে এখন রিফ লেদার ছাড়া আর কোনো ট্যানারি চালু নেই। রিফ লেদার প্রতি বছর ৫০ থেকে ৬০ হাজারের মতো চামড়া ক্রয় করে। এবারও ৫০ হাজার চামড়া ক্রয় করেছে। অবশিষ্ট বিপুল পরিমাণ চামড়া বিক্রির জন্য চট্টগ্রামের আড়তদারদের ঢাকার ট্যানারি মালিকদের ওপর নির্ভর করতে হয়। তার অভিযোগ, এই কারণে এখানকার চামড়া ব্যবসায়ী ও আড়তদাররা ঢাকার কিছু ট্যানারির হাতে জিম্মি হয়ে পড়েছেন। কোটি কোটি টাকা বকেয়া পড়েছে তাদের। এ বছর ঢাকায় লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৩৫ থেকে ৪০ টাকা ও ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা নির্ধারণ করা হয়। খাসির লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ১৩ থেকে ১৫ টাকা ও বকরির চামড়া ১০ থেকে ১২ টাকা ধরা হয়। গত বছর এ দাম ছিল যথাক্রমে ৪৫ থেকে ৫০ টাকা ও ৩৫ থেকে ৪০ টাকা। সেই হিসেবে দাম কমেছে ঢাকায় ১০ টাকা ও ঢাকার বাইরে ৮ টাকা। কাঁচা চামড়া ব্যবসায়ী মো. মুসলিম উদ্দিন জানান, সরকার ও ট্যানারি মালিকদের নির্ধারিত দামেও আমরা চামড়া বিক্রি করতে পারিনি। তারপরও স্বস্তি প্রকাশ করছি এই কারণে, করোনাকালীন এই প্রতিকূল পরিবেশে সব চামড়া বিক্রি করতে পেরেছি।.tdi_3_c66.td-a-rec-img{text-align:left}.tdi_3_c66.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে