কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চট্টগ্রামে নতুন শনাক্ত ৬০ জন

দৈনিক আজাদী প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৭

.tdi_2_6c3.td-a-rec-img{text-align:left}.tdi_2_6c3.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});চট্টগ্রামে নতুন করে আরো ৬০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৪৪ জনে। করোনায় আক্রান্তদের মাঝে আগের ২৪ ঘন্টায় কোন মৃত্যু হয়নি বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। তবে আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ২৮৪ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে- শুক্রবার ৮৯১টি সহ এ পর্যন্ত মোট ৯৬ হাজার ৭৪০ টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৮ হাজার ২৪৪ জনের। হিসেবে চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১৮.৮৫ শতাংশ। শেষ ২৪ ঘন্টায় নতুন ৬৫ জনসহ এ পর্যন্ত ১৪ হাজার ৪২৬ জন রোগী সুস্থ হয়েছেন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। হিসেবে আক্রান্তদের ৭৯.০৭ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন। এদিকে, শুক্রবার চট্টগ্রামের ৬টি ল্যাবে ৮৭৬টি এবং কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৫টিসহ চট্টগ্রামের মোট ৮৯১টি নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৩ জন মহানগরীর এবং ১৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়- ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে শুক্রবার ৩৬৪টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ১৫৮টি নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১২০টি নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১০২টি নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১০২টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বেসরকারি সেভরণ ল্যাবে ৩০টি নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের দুটি উপজেলার ১৫টি নমুনা পরীক্ষা হয়েছে শুক্রবার। এতে ৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শুক্রবার উপজেলা পর্যায়ে রাউজানে ৭ জন, হাটহাজারীতে ৪ জন, সাতকানিয়া ও ফটিকছড়িতে ২ জন করে এবং লোহাগাড়া ও চন্দনাইশে ১ জন করে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হওয়া রোগীদের আইসোলেশনে নেয়ার কথা জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।.tdi_3_665.td-a-rec-img{text-align:left}.tdi_3_665.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত