.tdi_2_5fc.td-a-rec-img{text-align:left}.tdi_2_5fc.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});চট্টগ্রাম রেলস্টেশনের পার্কিং এরিয়ায় রেলওয়ে শ্রমিক লীগের এক নেতা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রেলের অবসরপ্রাপ্ত কর্মচারী ও শ্রমিক লীগ নেতা কামাল পারভেজ বাদলের নেতৃত্বে মো. জুয়েল প্রকাশ টোকাই জুয়েলসহ একদল সন্ত্রাসী সেখানে ভাঙচুর চালায়। এ ঘটনায় রেলওয়ে পার্কিং এরিয়ার সুপারভাইজার আবদুর রশিদ বাদী হয়ে কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্তের জন্য সিআরবি পুলিশ ফাঁড়ির এসআই রবিউল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগে জানা গেছে, রেলওয়ে পার্কিং এরিয়ার সুপারভাইজার আবদুর রশিদের কাছে শুক্রবার রাতে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা পার্কিং এলাকায় ভাঙচুর করে। এ সময় ড্রাইভারদের ব্যবহৃত বাথরুমসহ কয়েকটি ঘরও ভাঙচুর করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে শ্রমিক লীগ নেতা কামাল পারভেজ বাদল আজাদীকে বলেন, আমার নেতৃত্বে ভাঙচুরের যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। আমি রাতে ওই এলাকায় ছিলাম না। মূলত ভাঙচুর করেছে সাজ্জাদ, জসীম ও লোকমান। শুক্রবার রাতে রেল স্টেশন এলাকার একটি ছেলে পার্কিংয়ের টয়লেটে গেলে তার কাছে ১০ টাকা দাবি করা হয়। টাকা নেই বললে ওরা তার হাতের ঘড়ি খুলে রেখে দেয়। এ ঘটনায় স্টেশনের ছেলেরা ভাঙচুর করেছে।.tdi_3_55b.td-a-rec-img{text-align:left}.tdi_3_55b.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.