কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফের প্লাবিত আশাশুনি

মানবজমিন প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে রিংবাঁধ আবারও ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। দীর্ঘ ৪ মাসেও রিংবাঁধ নির্মাণ করে এলাকাকে রক্ষা করা সম্ভব হয়নি। ২০শে মে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ও ২০শে আগস্ট নদীর জোয়ারের পানি অস্বাভাবিকভাবে উঁচু হয়ে তীব্র স্রোতে এলাকার বেড়িবাঁধ ও রিংবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। ইউনিয়নের সকল গ্রাম এখন নদীর পানিতে ডুবে আছে। এসব এলাকার বড় অংস আপাতত রক্ষার উদ্দেশ্য মাথায় নিয়ে রিংবাঁধের কাজ করা হয়। কিন্তু জোয়ারের পানির চাপে রিংবাঁধেরও শেষ রক্ষা হয়নি। ফলে শ্রীউলা ইউনিয়ের সকল গ্রামসহ আশাশুনি উপজেলা সদরের কয়েকটি গ্রামও প্লাবিত হয়েছে। চলতি অমাবশ্যা গোনে নদীর পানি ও স্রোত বেড়ে যাওয়ায় ইউনিয়নের ভিতরে পানি ব্যাপকভাবে ঢুকে যাচ্ছে। এতে রাস্তাঘাট, ঘরবাড়িসহ সকল স্থানে নতুন করে পানি বৃদ্ধি হয়েছে। মানুষের দুর্গতি আবারো বহুগুণে বেড়ে যাচ্ছে। এসব স্থানে রিংবাঁধ রক্ষার্থে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের নেতৃত্বে এলাকার মানুষ কাজ করে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে