![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/09/19/da51a9aaf054b466c67f634e9fb535f0-5f663f0a4b069.jpg?jadewits_media_id=689385)
পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, পাঁচ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
দিনাজপুরের হিলিতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে উত্তরাঞ্চলের আট জেলার সঙ্গে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম।