সীমান্ত সংঘাত নিয়ে চিনের সঙ্গে কথা হলে পাকিস্তানের সঙ্গে নয় কেন, সংসদে প্রশ্ন ফারুক আবদুল্লার

আনন্দবাজার (ভারত) দিল্লি, ভারত প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:০১

সীমান্তে স্থিতাবস্থা ফেরানো নিয়ে চিনের সঙ্গে যদি আলোচনায বসা যায়, তা হলে পাকিস্তানের সঙ্গে নয় কেন? শনিবার সংসদে কেন্দ্রীয় সরকারের উদ্দেশে এই প্রশ্নই ছুড়ে দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা সাংসদ ফারুক আবদুল্লা। আলাপ-আলোচনার মাধ্যমেই সীমান্তে স্থিতাবস্থা ফিরিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

দীর্ঘ বন্দিদশা কাটিয়ে বেরিয়ে আসার পর শনিবারই প্রথম সংসদে মুখ খোলেন ফারুক আবদুল্লা। তিনি বলেন, ‘‘সীমান্তে সঙ্ঘাতের ঘটনা বেড়েই চলেছে। তার জেরে বেড়ে চলেছে মৃত্যুর ঘটনাও। এমন পরিস্থিতিতে কোনও না কোনও উপায় খুঁজে বার করতেই হবে। লাদাখ থেকে চিন যাতে বাহিনী সরিয়ে নেয়, তার জন্য তাদের সঙ্গে তো কথা বলছেন। আর এক পড়শি দেশ পাকিস্তানের সঙ্গেও কথা বলে রাস্তা খোঁজার চেষ্টা করতে হবে।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও