ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন করতে গিয়ে গ্যাস বেলুন বিস্ফোরণে ৩০ জনেরও বেশি বিজেপি কর্মী আহত হয়েছেন।
সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুর চেন্নাইয়ে এই দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন উপলক্ষ্যে চেন্নাইয়ের আমবাত্তুর এলাকায় স্থানীয় বিজেপি কর্মীরা অনুষ্ঠান আয়োজন করেন। সেখানে দাহ্য হিলিয়াম গ্যাস ভরা বেলুন আতশবাজির আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, হিলিয়াম ভরা বেলুন ও আতশবাজি ফুটিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করছেন একদল যুবক। কিন্তু আতশবাজি থেকে আচমকাই এক জনের হাতে ধরা বেলুনে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। ছত্রভঙ্গ হয়ে যায় লোকজন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.