‘আব্বা, তুমি কিয়ারে আইছিলা আব্বা’

বাংলা ট্রিবিউন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ২১:০২

‘আব্বা, তুমি কিয়ারে আইছিলা আব্বা’—বাবা হারানোর শোকে এভাবেই বিলাপ করে কাঁদছিলেন খাদিজা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফরিদ মিয়া ভর্তি ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) মারা যান তিনি। লাশ নিতে হাসপাতালে আসা খাদিজার কান্নায় চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে।

মৃত ফরিদ পেশায় দিনমজুর ছিলেন। ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আসিয়ান ডাংগড়ি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে তিনি। মৃতের স্ত্রী রিনা বেগম জানিয়েছেন, ফরিদ ঘটনার আগের দিন নারায়ণগঞ্জের তল্লায় মেয়ে খাদিজার বাসায় বেড়াতে গিয়েছিলেন। পরদিন শুক্রবার এশার নামাজে গিয়েছিলেন। সেখানে দগ্ধ হন তিনি। দুই মেয়ে দুই ছেলের জনক ছিলেন ফরিদ মিয়া। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও