দর্শকশূন্য গ্যালারিতে নতুন চমক নিয়ে আসছে আইপিএল
আজ থেকে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর। করোনাভাইরাসের কারণে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় এই টুর্নামেন্ট আয়োজিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। তবে গ্যালারিতে দর্শক না থাকলেও নতুন চমক নিয়ে আসছে আইপিএল কমিটি।
করোনা পরবর্তী সময়ে ক্রিকেটে কিছু পরিবর্তন আসবে তা অনুমেয় ছিল। এর ভেতর অন্যতম একটি হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়াম। শুরুতে অবশ্য মাঠে দর্শক নিয়েই আইপিএল আয়োজন করতে চেয়েছিল টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তবে সেই আবেদনে সাড়া দেয়নি সংযুক্ত আরব আমিরাত সরকার।
এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ম্যাচ চলাকালীন সময়ে ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় দর্শকদের ভার্চুয়াল সংযোগ ঘটাতে চেয়েছিল। অর্থাৎ ভারতে উপস্থিত সমর্থকরা একসঙ্গে মিলিত হয়ে খেলা দেখবে এবং সেটা সরাসরি স্টেডিয়াম পর্দায় ভেসে উঠবে। এতে মাঠের খেলোয়াড়রা কিছুটা অনুপ্রাণিত হবেন বলে ধারণা করা হয়েছিল।