টক্করে মীর বনাম যিশু, মীরাক্কেল- কে চ্যালেঞ্জ জানিয়ে নতুন কমেডি শো স্টার জলসার?
মহালয়ার আগেই জোর ধামাকা। সোশ্যাল মিডিয়া বলছে, ফের টক্কর জি বাংলা এবংস্টার জলসার। ‘মীরাক্কেল’-কে চ্যালেঞ্জ ছুঁড়ে খুব শিগগিরি আসছে নতুন কমেডি শো ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’। বিচারকের আসনে দেখা যাবে অপরাজিতা আঢ্য, অঙ্কুশ হাজরা, রজতাভ দত্তকে, যিনি ‘মীরাক্কেল’-এ বিচারকের আসনে জ্বলজ্বল করেছেন একদম শুরু থেকে। অর্থাৎ, শ্রীলেখা মিত্রের পরে রজতাভও বাদ পড়েছেন ‘আক্কেল চ্যালেঞ্জার’ থেকে!
দুই চ্যানেলের ঠান্ডা লড়াই অনেক দিনের। ‘কাদম্বিনী’ বনাম ‘প্রথমা কাদম্বিনী’, ‘জি সারেগামাপা’থেকে দলছুট হয়ে ‘সুপার সিঙ্গার’-এর সঞ্চালনায় যিশু সেনগুপ্তর আবির্ভাব, লড়াই জিইয়ে রাখছিল। টেলিপাড়ার জল্পনা, সেই আগুনেই ইন্ধন নতুন কমেডি শো।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
১ বছর, ৫ মাস আগে
১ বছর, ৫ মাস আগে
১ বছর, ৫ মাস আগে
১ বছর, ৫ মাস আগে
২ বছর, ১ মাস আগে
২ বছর, ৮ মাস আগে