সফর মাসের আমল ও ফজিলত
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৭
মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার অন্যতম নিয়ামত হলো দিন-রাত, মাস।
আল্লাহ তায়ালা রাত ও দিনের জন্য চন্দ্র ও সূর্য সৃষ্টি করেছেন। এ চন্দ্র ও সূর্যকে তিনি বর্ষ গণনার মাধ্যম বানিয়েছেন। তবে চন্দ্রের হিসেব আল্লাহর কাছে অধিক পছন্দনীয়।
চন্দ্রের হিসেবে আজ শুরু হয়েছে সফর মাস। তো চলুন আমরা এ মাসের তাৎপর্য, আমল ও ফজিলত সম্পর্কে জেনে নিই।
আরবি হিজরি সনে দ্বিতীয় মাস সফর। আরবি ‘সিফর’ মূল ধাতু থেকে উদ্ভূত হলে ‘সফর’ মানে হলো শূন্য, রিক্ত। আর ‘সাফর’ ক্রিয়া মূল থেকে উৎপন্ন হলে অর্থ হবে হলুদ, হলদেটে, তামাটে, বিবর্ণ, ফ্যাকাশে, ঔজ্জ্বল্যশূন্য, দীপ্তিহীন, রক্তশূন্য ইত্যাদি।