আপনার বাবু ঘুমের মধ্যে বিছানা ভেজায়? যা করবেন
আরটিভি
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৩
ছোট বাচ্চাদের সাধারণ একটা সমস্যা ঘুমের মধ্যে বিছানা ভেজানো। এজন্য হয়তো ছোট বেলায় সন্তানকে ন্যাপি পরিয়ে শোওয়াতে পারেন। কিন্তু একটা বয়সের পর ডায়াপারের অভ্যাস ত্যাগ করা জরুরি।
কিন্তু বাচ্চা যদি মাঝেমধ্যে বিছানা ভেজাতে থাকে, তাহলে সেটা সমস্যার বিষয়। তবে এটা নিয়ে বাচ্চাকে একদম বকাবকি করবেন না। মনে রাখবেন, বিছানা ভিজিয়ে ফেলায় সেও কিন্তু লজ্জায় পড়েছে।