‘না জানি কত কষ্ট কইরা আমার ছেলেডা মরছে’
বারান্দায় গড়াগড়ি করে কাঁদছেন জুলহাসের মা। পাশেই বিলাপ করছেন তার স্ত্রী। আর নিষ্পাপ শিশু দুটি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তাদের দিকে। বাড়িভর্তি মানুষ। কোনো সান্ত্বনাতেই যেন কান্না থামছে না বউ-শাশুড়ির। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় অতিদরিদ্র পরিবারটি।
শনিবার (১৯ সেপ্টেস্বর) সকালে মানিকগঞ্জে নিহত পরিচ্ছন্নতা কর্মী জুলহাস হোসেনের পরিবারে এভাবেই আহাজারি চলছিল। আকিজ টেক্সটাইলের ওই পরিচ্ছন্নতাকর্মীকে সহকর্মীরা পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে।