![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/poonam-2009190430.jpg)
হানিমুনে আবেদনময়ী সাজে নজর কাড়লেন পুনম পান্ডে
শীত-গ্রীষ্ম হোক কিংবা বর্ষা ইন্টারনেটের হটকেক তকমা প্রাপ্য একমাত্র পুনম পান্ডের। এই মহামারিতেই এনগেজমেন্ট থেকে বিয়ে সবই সেরে ফেলেছেন। হানিমুনের জন্য উড়ে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রেও।
বিয়ের পর চূড়া, মঙ্গলসূত্র আর সিঁদুরে পুনমকে দেখে একটু ঘাবড়েই গিয়েছিলেন ভক্তরা। কিন্তু স্বামী স্যাম বোম্বের সঙ্গে পানিতে আনন্দঘন মুহুর্তের ভিডিও দিয়ে মুখরক্ষা করেছেন তিনি।