![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/09/online/facebook-thumbnails/shi-photo--samakal-5f65791a1ab22.jpg)
পাটুরিয়ায় ফেরির অপেক্ষায় ৮০০ ট্রাক
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নাব্যতা সঙ্কট ও যানবাহনের চাপ বৃদ্ধির কারণে শনিবার ঘাট এলাকায় প্রায় ৮শ’ ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। এ নৌরুটের পাটুরিয়া ফেরি ঘাটের বেসিনে প্রায় দেড় মাস ধরে নাব্যতা সঙ্কটের কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে।