যশোরের মনিরামপুরে পৈত্রিক জমির ভাগাভাগিকে কেন্দ্র করে ভাই ও ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা লউড়ী কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রভাষক আঃ সাত্তার গোলদার (৬৮)। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধায়। মনিরামপুর থানা পুলিশ এঘটনায় জড়িত নিহতের ভাতিজা পারভেজকে আটক করেছে। নিহত সাত্তার গোলদার উপজোলার গোবিন্দপুর গ্রামের মৃত ইব্রাহীম গোলদারের মেঝ ছেলে।