চীনের ধনকুবেররা কে কোথায় পড়েছেন, ক্যারিয়ার কীভাবে গড়লেন
আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা, বাইদুর রবিন লি, শাওমির লিই জুন, আবাসন ব্যবসায়ী ইয়াং হুইয়ান এবং জেডি ডটকমের কিয়াংডং। এঁরা সবাই চীনের উদ্যোক্তা, ব্যবসায়ী। কিন্তু পরিচিত বিশ্বেও। এঁরা সবাই পড়াশোনার পরই আবার কেউ কেউ পড়াশোনার মাঝেই নতুন নতুন ব্যবসায় উদ্যোগ শুরু করেন। কেউ কেউ পারিবারিকভাবে কিছু পেলেও নিজেই গড়েছেন নিজের ভবিষ্যৎ।
‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ চীনের কয়েকজন কোটিপতি কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তাঁরা কোন বিষয়ে শিক্ষা অর্জন কীভাবে করেছেন, তা নিয়ে একটি প্রতিবেদনে ছাপিয়েছে, তা-ই জানব আজ।
বিশ্বের অন্য দেশের চেয়ে ধনকুবেরদের ক্লাবে দিন দিন সংখ্যা বাড়ছে চীনাদের। চায়না ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘বিলিয়নিয়ার র্যাঙ্কিং’য়ের তালিকা দেখলে বোঝা যায় ধনকুবেরদের সংখ্যায় দেশটি দিন দিন এগিয়ে যাচ্ছে।