কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছাত্রলীগকে তার ঐতিহ্য ধরে রাখতে হবে

দৈনিক আজাদী প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:২২

.tdi_2_76c.td-a-rec-img{text-align:left}.tdi_2_76c.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});১৯৬২ সালের আইয়ুব সরকারের শিক্ষা সংকোচন নীতির প্রতিবাদে চলমান আন্দোলনে শহীদদের স্মরণে গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আলোচনা সভা ও ছাত্র সমাবেশ চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ও সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। প্রধান আলোচক ছিলেন চসিক মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে তিনি বলেন, ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। ছাত্রলীগকে তার ঐতিহ্যের ধারা টিকিয়ে রাখতে হবে। শরীফ শিক্ষা কমিশনের রিপোর্টের প্রতিবাদে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের মূল নেতৃত্বে থেকে ছাত্রলীগ সফল আন্দোলন চালিয়ে এই নীতি বাতিল করতে বাধ্য করে। এই ধারাবাহিকতা রক্ষায় সকল শ্রেণি পেশার নাগরিকরা যাতে শিক্ষার অধিকার পায়, ছাত্রলীগকে সে বিষয়ে সোচ্চার থাকতে হবে। মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সহসভাপতি তালেব আলী, ইয়াছিন আরাফাত কচি, নোমান চৌধুরী, একরামুল হক রাসেল, নাঈম রনি, জয়নাল উদ্দিন জাহেদ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, আমির হামজা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনসুর টিটু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ওসমান গনি বাপ্পি, উপসম্পাদক শফিকুল আলম, শরিফুল ইসলাম আদনান, সহ-সম্পাদক এম হাসান আলী, কায়ছার মোহাম্মদ রাজু, শুভ ঘোষ, সদস্য মিজানুর রহমান, আরাফাত রুবেল, শেখর দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_d73.td-a-rec-img{text-align:left}.tdi_3_d73.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে