কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিশুদের সুশিক্ষিত করে গড়ে তোলা সবার দায়িত্ব : হুইপ

দৈনিক আজাদী প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৩

.tdi_2_3fb.td-a-rec-img{text-align:left}.tdi_2_3fb.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, প্রাথমিক শিক্ষাই হচ্ছে শিক্ষাজীবনের মূলভিত্তি। তাই শিশুদের সুশিক্ষিত করে গড়ে তুলতে পারলে আগামীদিনের যোগ্য নেতৃত্ব সৃষ্টি হবে। শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ ও জাতির কর্ণধার হয়ে তারা নেতৃত্ব দেবে। তাই তাদেরকে সু-নাগরিক হিসেবে শিক্ষিত হিসেবে গড়ে তোলা প্রত্যেকের দায়িত্ব। তিনি গতকাল শুক্রবার পটিয়ার কচুয়াই ইউনিয়নের ৭৫ লক্ষ টাকা ব্যয়ে পূর্ব আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফিরোজ মিয়া চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, আবদুল খালেক চেয়ারম্যান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমদ, প্রকৌশলী বিশ্বজিত দত্ত, কচুয়াই ইউপি চেয়ারম্যান এসএম ইনজামূল হক জসিম, হুইপের সহকারী সচিব হাবিবুল হক চৌধুরী, নাজিম উদ্দিন পারভেজ, জাগির হোসেন মেম্বার, প্রধান শিক্ষক শেহাব উদ্দিন, মুজিবুল হক চৌধূরী নবাব, ঋষি বিশ্বাস, শহিদুল ইসলাম চৌধুরী শামীম, রাজু সরকার, মুছা খান, আবু তৈয়ব, অ্যাড. অঞ্জন বিশ্বাস, রফিক আহমদ, আবদুল নবী, হাসান উল্লাহ চৌধূরী, শাহ আলম মেম্বার, এনামূল হক মজুমদার, মো. শাহজাহান, দিদারুল ইসলাম, সাজেদা বেগম, নুরুল আমিন, আবু তৈয়ব, রাবেয়া বেগম, দেবব্রত সেন।.tdi_3_510.td-a-rec-img{text-align:left}.tdi_3_510.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে