কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুয়াবিল ও নানুপুরে তৃণমূলের ভোটে আ. লীগের প্রার্থী নির্বাচিত

দৈনিক আজাদী প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৮

.tdi_2_47b.td-a-rec-img{text-align:left}.tdi_2_47b.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});ফটিকছড়ির ১৪নং নানুপুর ও ১১নং সুয়াবিল ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী তৃণমূলের ভোটে নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার নানুপুর ইউপি উপ-নির্বাচনে ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন মো. আজম। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নুরুন্নবী রওশন। তিনি পেয়েছেন ৩১ ভোট। এর আগে বৃহস্পতিবার সুয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদিন ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. মহিউদ্দিন। তিনি পেয়েছেন ১২ ভোট। ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী বলেন, দুই ইউনিয়ন নির্বাচনে নৌকার প্রার্থী নির্ধারণের প্রথম ধাপ তৃণমূলের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সম্পন্ন হয়েছে। আজ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সিদ্ধান্ত জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হবে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার, উপজেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা গোলাম রহমান, এম এ কাইয়ুম চেয়ারম্যান, ফটিকছড়ি উপজেলা সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক, প্রচার সম্পাদক বোরহান আহমেদ, আবু তালেব চেয়ারম্যান প্রমুখ।.tdi_3_6fb.td-a-rec-img{text-align:left}.tdi_3_6fb.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত