কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় শিক্ষার্থীদের চাপ দিয়ে টিউশন ফি আদায়ের অভিযোগ

বাংলাদেশ প্রতিদিন বগুড়া জেলা প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৫

মহামারি করোনা সংক্রমণের এই দুঃসময়ে অভিভাবক-শিক্ষার্থীদের চাপ দিয়ে টিউশনসহ অন্যান্য ফি আদায়ের অভিযোগ উঠেছে বগুড়ার শেরপুর উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পাশাপাশি নির্ধারিত সময়ে ফি দিতে ব্যর্থ হলে আদায় করা হচ্ছে জরিমানাও।

এছাড়া টিউশন ফি দিতে না পারায় অনলাইন ক্লাশ থেকেও শিক্ষার্থীদের বের করে দেওয়ার অভিযোগ রয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এমনকি, ওই প্রতিষ্ঠানের লোকজন শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়েও টিউশনসহ অন্যান্য ফি আদায়ে চাপ প্রয়োগ করছেন।

এতে অনেক অভিভাবক সামর্থ্য না থাকলেও অনেকটা বাধ্য হয়ে করোনার মধ্যেই পূর্ণ বেতন পরিশোধ করছেন। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের নির্দেশনা উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমন কর্মকাণ্ডে অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও