ভারতীয়রা ইংরেজি বোঝে না; সমালোচনাও নিতে পারে না : সঞ্জয় মাঞ্জরেকার
ভারতের অন্যতম জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারকে ধারাভাষ্যকার হিসেবে নিযুক্ত না করার সিদ্ধান্তে অটল দেশটির ক্রিকেট বোর্ড। আসন্ন আইপিএলের আগে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন সঞ্জয়। তবে বিসিসিআইয়ের মন গলেনি। আগামীকাল শনিবার থেকে শুরু হতে চলা আইপিএলে ধারাভাষ্য দেওয়ার অনুমতি পাননি সঞ্জয়। খবরটি পুরনো হলেও এতদিন পর প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
রবীন্দ্র জাদেজাকে 'বিটস অ্যান্ড পিসেস' বলার পর মাঞ্জরেকারের বিরুদ্ধে ক্রিকেট সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টে তার সঙ্গে ঝামেলা লাগে আরেক জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলের। এতে বিসিসিআইও তার উপর ক্ষুব্ধ হয়। শেষপর্যন্ত তাকে ধারাভাষ্য প্যানেল থেকেই ছাঁটাই করা হয়। তবে আইপিএলে ধারাভাষ্য দেওয়ার সুযোগ হারিয়ে সঞ্জয় খুব একটা ব্যথিত নন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.