কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত মারা গেছেন

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) মুম্বাই প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ২০:২৬

ভারতের পুরুষদের ফ্যাশন ডিজাইনের অন্যতম পথিকৃৎ শর্বরী দত্তকে গতকাল গভীর রাতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তাঁর বয়স হয়েছিল ৭৩। কলকাতায় ব্রড স্ট্রিটের বাড়ির একতলায় তিনি একা থাকতেন, দোতলায় থাকেন তাঁর পুত্র ও পুত্রবধু। তাঁরা জানাচ্ছেন, গতকাল সারা দিন তাঁকে ফোন করে পাওয়া যায়নি। রাত বারোটার পর ওঁরা খোঁজ নিতে দোতলা থেকে নীচে নেমে দেখতে পান শর্বরী দত্ত বাথরুমে পড়ে আছেন।ডাক্তার এসে পরীক্ষা করে জানান, মৃত্যুর কারণ সম্ভবত স্ট্রোক। তবে যেহেতু তাঁকে বাথরুমে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, তাই ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসেবে এটির তদন্ত করছে। কবি অজিত দত্তের মেয়ে শর্বরী দত্তের স্বামী আলো দত্তও ছিলেন ডিজাইনার। শর্বরীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ছেলেদের পোশাককে ভারতীয় তথা বাংলার ফ্যাশনের বস্তু করে তোলা। তার জন্য ডিজাইনার বললে তিনি আপত্তি করতেন। বলতেন, আমি শুধু পুরনো ডিজাইন নতুন করে তুলে ধরেছি, সেগুলোকে মানুষের কাছে এনেছি। মেয়েরা ফ্যাশন করলে ছেলেরা বাদ যাবে কেন? বলিউড-টলিউড, ক্রিকেটের বহু তারকাও শর্বরীর ডিজাইন করা পোশাক পরে অনুষ্ঠানে যেতেন। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বহু তারকাই ওঁর ফ্যাশন ডিজাইনের ভক্ত ছিলেন। কলকাতার বিখ্যাত সরোদিয়া পন্ডিত অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় শর্বরী দত্তকে চিনতেন।শর্বরী দত্তের এই অকাল মৃত্যুতে কলকাতা একজন নামী ডিজাইনার হারালো, আর ভারতে পুরুষদের এথনিক ফ্যাশনও কিছুটা দরিদ্র হয়ে গেল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও