ক্লাবের চেয়ে তার প্রতিই আকর্ষণ বেশি ফুটবলপ্রেমীদের
দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার পর আবারো ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে লিডস ইউনাইটেড। এই দলের কোচ মার্সেলো বিয়েলসা হওয়ায় এমনিতেই সবার আকর্ষণ বেশি। দলে আছেন দারুণ কিছু ফুটবলারও। তবে সবাইকে ছাপিয়ে আলাদাভাবে নজর কেড়েছেন লাস্যময়ী এক নারী। বলা যায় লিডস ইউনাইটেডের নাম নেয়ার সঙ্গে সঙ্গেই অনেক ফুটবলপ্রেমীর মনে ভেসে ওঠে সেই নারীর প্রতিচ্ছবি। তিনি টিভি উপস্থাপিকা এমা লুইস জোনস।
এমা কখনোই ফুটবলের অনুরাগি ছিলেন না। তবে লিডস প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হওয়ার পরই যেন পাল্টে যায় সবকিছু। লিডস ইউনাইটেড টেলিভিশনে (এলইউ টিভি) তাকে উপস্থাপনায় দেখার পর থেকেই ইংল্যান্ডসহ বিশ্বের অনেক দেশে তাকে নিয়ে চর্চা শুরু হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.