সমর্থকদের চাপের মুখে অ্যানথেম বদল করল বিরাটের দল
প্রবল সমালোচিত হওয়ার পর নতুন অ্যানথেম প্রকাশ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর তাতে জোর দেওয়া হল কন্নড় ভাষায়। যা না থাকার জন্য শুরুতে প্রকাশিত অ্যানথেম নিয়ে শুরু হয়েছিল প্রবল চর্চা।
শুক্রবার সকালে এ বারের আইপিএলের জন্য সরকারি ভাবে অ্যানথেম রিলিজ করেছিল বিরাট কোহালির ফ্র্যাঞ্চাইজি। কিন্তু, তা একেবারেই মন জিততে পারেনি সমর্থকদের। অভিযোগ ওঠে, সেই অ্যানথেম-এ প্রচুর হিন্দি শব্দ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে ক্ষোভ উগরে দেন সমর্থকরা। বলা হতে থাকে, হিন্দি শব্দের ব্যবহার নয়, উচিত ছিল কন্নড় শব্দের প্রয়োগ। লেখা চলতে থাকে যে দলটার নাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর বেঙ্গালুরুর সরকারি ভাষা হল কন্নড়।