
কৃতীর সঙ্গে সময় কাটানোই ছিল সুশান্তের প্রায়রিটি তালিকায়!
প্রতিদিনই সুশান্ত সিং রাজপুতকে (Sushant Singh Rajput) ঘিরে সামনে আসছে নতুন বিতর্ক, নতুন তথ্য। এবার পাভানায় তাঁর ফার্মহাউস থেকে পাওয়া গেল প্রয়াত অভিনেতার হাতে লেখা কিছু নোট। ২০১৮ সালের ২৭ এপ্রিল লেখা সেই নোটে সুশান্ত তালিকা বানিয়েছিলেন সেদিন কী কী করবেন তার।