![](https://media.priyo.com/img/500x/https://www.somoynews.tv/img/upload/medium/zayed-khan-236540.jpg)
এফডিসি কারো নিজস্ব সম্পত্তি নয়: জায়েদ খান
‘আমি নিজেই জানি আমি নিষিদ্ধ হচ্ছি। এটা হাস্যকর। একজন নির্বাচিত প্রতিনিধিকে নিষিদ্ধ করার ক্ষমতা কারও নেই। তাছাড়া এফডিসি কারো নিজস্ব সম্পত্তি নয়, যে কেউ আমাকে নিষিদ্ধ করলেন আর এফডিসিতে ঢুকতে পারলাম না। আমি তো গতকালই সাদেক বাচ্চু ভাইয়ের মিলাদ শেষ করে আসলাম। আজ সমিতির কাজে আবারো যাব।’এভাবেই কথাগুলো বলছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।