You have reached your daily news limit

Please log in to continue


শরীরে ক্যান্সার নিয়েও থেমে নেই এই শিল্পীর গাওয়া

শরীরে গত বছর থেকেই বাসা বেঁধেছে ক্যান্সার। চলছে চিকিৎসা। ভেঙে পড়েননি তিনি। উল্টে করোনায় লকডাউনের আবহে এক, দুই নয়, টানা ১৬৬ দিন একের পর এক গান রেকর্ড করে ইউটিউবে আপলোড করে ননুত নজির গড়লেন বাংলা তথা ভারতের অন্যতম জনপ্রিয় রবীন্দ্র সংগীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। তিনি মনে করেন, জীবনের শেষ দিন পর্যন্ত বাঁচতে হবে। এ জন্য ইচ্ছেটাই আসল। আর তাই আগামী প্রজন্মের শিল্পীদের, উঠতি প্রতিভাদের উদ্দেশ্যে শরীরে ভয়ংকর রোগের বীজ বহন করেও নিজের গান রেকর্ড করে চলেছেন শিল্পী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন