![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcurrent-shock-20200918105522.jpg)
বন্ধুর বিয়েতে আনন্দ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
রাজধানীর মধ্যবাড্ডায় বিদুৎপৃষ্ট হয়ে মো. বাবুল হোসেন (২৬) নামের এক যুবক মারা গেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। বাবুলের গ্রামের বাড়ি বরিশালে। তিনি বর্তমানে বাড্ডার আদর্শনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। বাবুলের বন্ধু মাজহারুল ইসলাম জানান, তাদের এক বন্ধুর বিয়ে উপলক্ষে মধ্যবাড্ডার আদর্শনগরের একটি বাসার ছাদে সবাই মিলে আনন্দ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন বাবুল।