বার্সেলোনাকে আদালতে নিতে চান সেতিয়েন
ক্যাম্প ন্যু তে শুরু হলো আরেক ঝড়।
লিওনেল মেসিকে নিয়ে ঝড় তো থেমেছে। বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ঝড়টা থামাতে হয়েছে মেসিকেই। এরপর মনে হয়েছিল, যাক ক্যাম্প ন্যু তে আপাতত শান্তির বাতাস বইবে। ভুল। এর মধ্যে আবারও ঝড় ওঠার পথ বানিয়ে নিয়েছে বার্সা। কাতালান ক্লাবটির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক কোচ কিকে সেতিয়েন। এ নিয়ে টুইটারে বিবৃতিও দিয়েছেন সেতিয়েন। গত ১৭ আগস্ট সেতিয়েনকে কোচ পদ থেকে সরিয়ে দেয় বার্সা। কিন্তু বুধবারের আগ পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে কিছুই জানায়নি ক্লাবটি।
ঝামেলা যে হচ্ছে তা টের পাওয়া গিয়েছিল গতকালই। কাতালান রেডিও কাদেনা কোপ জানিয়েছিল, বার্সার প্রতিযোগিতামূলক ম্যাচে দলটির বেঞ্চে বসতে পারবেন না নতুন কোচ রোনাল্ড কোমান। কারণ সেতিয়েনকে আনুষ্ঠানিকভাবে কোচ পদ থেকে ছাঁটাই করেনি বার্সা। সেতিয়েনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারলে কোচ হিসেবে কোমানকে নিবন্ধিত করতে পারবে না বার্সা। এ খবরের পর সেতিয়েনের টুইট বলে দিচ্ছে, সহসাই শান্তির বাতাস বইছে না বার্সায়।