অগ্রগতি নেই ক্যাসিনো কাণ্ডের ৪১ মামলার, জামিন নিতে মরিয়া আসামিরা
অগ্রগতি নেই ক্যাসিনো কাণ্ডের ৪১ মামলার বিচারের। র্যাব ও সিআইডি অধিকাংশ মামলার তদন্ত শেষ করলেও একটি মামলারও অভিযোগপত্র দিতে পারেনি দুদক। এই সুযোগে জামিন নিতে মরিয়া অনেক আসামি। রাষ্ট্রপক্ষের অজুহাত, দীর্ঘদিন কোর্ট বন্ধ থাকায় বিচার শুরু করা যায়নি। দুদক আইনজীবী বলছে, সময় লাগা স্বাভাবিক। সিআইডি বলছে, তাদের তদন্তে আসামিদের বিপুল পরিমাণ সম্পদের তথ্য বেরিয়ে আসছে।
গত বছরের এইদিনে শুরু হয় ক্যাসিনো বিরোধী অভিযান। দুইমাসে ৫০ টি অভিযানে গ্রেফতার হন কয়েকডজন আসামি। একে একে বেরিয়ে আসতে থাকে ক্রীড়া ক্লাবের আড়ালে অপরাধ জগতের নানা তথ্য।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.