কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চলে গেলেন সাবেক ক্রিকেটার ও বিসিবি সদস্য এস এম ফারুক

দৈনিক আজাদী প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৯

.tdi_2_e0e.td-a-rec-img{text-align:left}.tdi_2_e0e.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});বিসিবির টেকনিক্যাল কমিটির সদস্য ও সাবেক ক্রিকেটার এ এস এম ফারুক আর নেই। বুধবার রাতে কার্ডিয়াক অ্যারেস্টের পর তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘ সময় ধরে নানা ভূমিকায় অবদান রেখেছেন তিনি। ১৯৭৭ সালে এমসিসির বিপক্ষে যে ম্যাচ দিয়ে প্রথম কোনো বিদেশি দলের সঙ্গে খেলে বাংলাদেশ, সেই ম্যাচে খেলেছেন এস এম ফারুক। খেলোয়াড়ী জীবন শেষে সংগঠক ও প্রশাসক হিসেবে তিনি পরিচিত পান আরও। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি একসময়। ছিলেন বিসিবির কাউন্সিলরও। ২০০৩ বিশ্বকাপে ছিলেন বাংলাদেশ দলের ম্যানেজার। ২০০৭ আফ্রো-এশিয়া কাপে এশিয়া একাদশের নির্বাচকদের একজন ছিলেন তিনি। ২০১৬ সালে দেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ছিলেন বাংলাদেশ দলের ম্যানেজার। সবশেষ দায়িত্ব পালন করছিলেন বিসিবির টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে। এছাড়াও তার খেলোয়াড়ী জীবনের উল্লেখযোগ্য অংশ কেটেছে যে ক্লাবে, সেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের সংগঠক হিসেবেও ভূমিকা রেখেছেন।.tdi_3_47f.td-a-rec-img{text-align:left}.tdi_3_47f.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত