কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শ্রীলংকার জবাবের অপেক্ষায় বিসিবি

দৈনিক আজাদী প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫১

.tdi_2_020.td-a-rec-img{text-align:left}.tdi_2_020.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});আগামী ২৭ সেপ্টেম্বর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকায় যাওয়ার কথা বাংলাদেশের। অথচ সেই প্রস্তুতির বদলে এখন একটি ই-মেইলের অপেক্ষায় আছে বিসিবি। শ্রীলংকার পাঠানো শর্তগুলো মানা সম্ভব নয় বলে সোমবার ফিরতি ই-মেইল করে বিসিবি। কিন্তু বেশ কিছুদিন পেরিয়ে গেলেও সেই মেইলের জবাব দেয়নি লংকান বোর্ড (এসএলসি)। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা এখনো ই-মেইলের অপেক্ষায় আছি। ওদের ফিরতি জবাব এখনো পাইনি। আশা করি ২/১ দিনের মধ্যে জানতে পারবো। আপনারা জানেন যে, তাদের একটা টাস্ক ফোর্স আছে। এই টাস্ক ফোর্স শ্রীলংকাতে কোভিড-১৯ নিয়ন্ত্রণ করে। শ্রীলংকা ক্রিকেট তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে, তারা জানলে আমরা পরে জানতে পারবো।’ জালাল ইউনুস আরও বলেছেন, ‘এটা এমন একটা বিষয় যা ওদের জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত। এমন না যে শুধু শ্রীলংকা ক্রিকেটের সিদ্ধান্ত। সুতরাং তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতেই হবে। আমরা এখান থেকে চাপ দিলেও তাতে কাজ হবে না। তারা নিজেরাই জানাবে। তাই অপেক্ষায় আছি। আশা করছি, দুই-তিনদিনের মধ্যেই জবাব আসতে পারে।’তবে অপেক্ষা যে খুব বেশি সময় ধরে চলবে না, তা জানান জালাল ইউনুস। ‘আমরা প্রস্তুত। আগে যেরকম প্রস্তুতি নেওয়ার কথা ছিল সেরকম প্রস্তুতিই নিয়ে রেখেছি। ইতিবাচক কোনো উত্তর এলে আমরা এক সপ্তাহের মধ্যে প্রস্তুতি নিতে পারব। সেদিক দিয়ে আমাদের কোনো অসুবিধা হবে না। দুই-একদিন হয়তো এদিক সেদিক হতে পারে। বেশি দেরি করলে আবার আমাদের হয়তো নতুন করে চিন্তা ভাবনা করতে হবে।’.tdi_3_004.td-a-rec-img{text-align:left}.tdi_3_004.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত