![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/09/17/image-183645.jpg)
অবশেষে হাতির অভয়ারণ্যের ২৫ একর বন দখলমুক্ত
কক্সবাজারের জেলা প্রশাসন, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে বনের ২৫ একর এলাকা দখলমুক্ত করেছে। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার লিংকরোড মনুরঘোনা এলাকায় ঝিলংজা মৌজার ২৫০১০ দাগে এ অভিযান পরিচালনা করা হয়।