![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/09/17/dog-elimination-protest-170920-01.jpg/ALTERNATES/w640/dog-elimination-protest-170920-01.jpg)
কুকুর অপসারণের বদলে বন্ধ্যাত্মকরণ কর্মসূচি চালুর আহ্বান
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতি বেওয়ারিশ কুকুর অপসারণ না করে কুকুর নিয়ন্ত্রণে বন্ধ্যাত্মকরণ কর্মসূচি চালুর আহ্বান জানিয়েছে প্রাণি অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে অভয়ারণ্য, স্টেলা, পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনসহ বেশ কয়েকটি প্রাণি কল্যাণ সংগঠন আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এ আহ্বান জানান।