কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া গোল্ডেনলাইন পরিবহনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে দুই মোটরসাইকেল আরোহী এবং অটোরিকশার যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী এবং মহিপুর থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশে গোল্ডেনলাইন (ঢাকা মেট্রো ব-১৪-৮৬৭৬) পরিবহনের বাসটি এক কিলোমিটারের মধ্যে নবীনপুর এলাকায় যেতেই দুর্ঘটনার কবলে পড়ে। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে আরোহী মো. জিয়াউর রহমান (৪৩) ও মিজান তালুকদার (৪২) এবং একই ঘটনায় পাশে থাকা একটি অটোরিকশার দুই যাত্রী যথাক্রমে- হাফেজ মাহমুদ (৩৫) ও সৌরভ মিস্ত্রি (১৪) গুরুতর আহত হন। তাৎক্ষণিক আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এরপর আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য সৌরভ মিস্ত্রি ছাড়া বাকি তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.