ফের নারী-বাণে বিদ্ধ ট্রাম্প, এবার যৌন হেনস্থার অভিযোগ প্রাক্তন মডেলের!
আর মাত্র কিছুদিনের অপেক্ষা। দেশের প্রেসিডেন্টকে নির্বাচিত করবেন আমেরিকার মানুষ। চলছে এখন জোর প্রস্তুতি। প্রধান দুই যুযুধান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন শিবিরেও চলছে জোর প্রস্তুতি। কিন্তু যেভাবে একের পর কেলেঙ্কারিতে নাম জড়াচ্ছে ট্রাম্পের তাতে নির্বাচনের আগেই বেশ অস্বস্তিতে রিপাবলিকান শিবির। এবার ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন প্রাক্তন মডেল অ্যামি ডরিস। তাঁর অভিযোগ, ১৯৯৭ সালে তাঁকে যৌন নিগ্রহ করেন ট্রাম্প।
'দ্য গার্ডিয়ান'-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে 'অসুস্থ' ও 'হিংসাত্মক' বলেছেন অ্যামি। তাঁর কথায়, 'আমার বয়স তখন ২৪ বছর। ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর ইউএস ওপেন টুর্নামেন্ট চলাকালীন ভিআইপি বক্সের বাথরুমের সামনে আমার উপর হামলে পড়েন ট্রাম্প। আমাকে জড়িয়ে ধরেন শক্ত করে, এরপর আমাকে চুমু খাওয়ার চেষ্টা করেন। আমার নিতম্ব, আমার বুক-সব কিছুই ছুঁয়ে যাচ্ছিলেন ট্রাম্প। এতটাই শক্ত করে ও আমাকে ছুঁয়ে যাচ্ছিল যে, আমি শতচেষ্টাতেও ছাড়াতে পারিনি।' যদিও নিজের আইনজীবী মারফৎ এই অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.