করোনাভাইরাসের আমলে ভদ্রতাজ্ঞান
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৫
মাস্ক পরাটাই এখন ভদ্রতা। প্রীতিসম্ভাষণের জন্য ‘হ্যান্ড শেইক’ নয়। বেছে নিন অন্য কোনো পন্থা।স্বাভাবিক জীবনযাপনের রীতি-নীতিগুলো মাত্র কয়েক মাসেই তছনছ করে দিয়েছে নতুন করোনাভাইরাস। মানুষ সামাজিক জীব। জীবনের প্রতিস্তরে এই বাক্যটাকে মনেপ্রাণে বিশ্বাস করা মানুষ আজ সামাজিক দূরত্ব বজায় রাখতে বাধ্য প্রাণ ভয়ে।নতুন এই পরিবর্তনগুলোর সঙ্গে মানিয়ে নিতে আজও কষ্ট হয়। আর যারা মানিয়ে নিয়েছেন তারাও প্রতিদিন করোনাভাইরাস মহামারী শেষ হয়েছে এই খবর শোনার জন্য মরিয়া। তবে তা এখনও হয়ত অনেক দূরে।