নক্ষত্রের শবদেহ ঘিরে প্রদক্ষিণরত গ্রহের সন্ধান
চ্যানেল আই
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৩
একটি সাদা বামনের চারপাশে পরিভ্রমণরত একটি গ্রহ খুঁজে পেয়েছে নাসার বিজ্ঞানীরা। এককালে সূর্যের মতো জ্বলন্ত নক্ষত্রের অবশিষ্টাংশ এটি। কিছু গবেষকের ধারণা ছিল এ ধরনের খোঁজ অর্থহীন। সাদা বামনের কাছাকাছি কোনো গ্রহ আসলেই তা ধ্বংস হয়ে যাবে। সাধারণত, যখন আমাদের সূর্যের মতো একটি নক্ষত্রর জ্বালানী শেষ হয়ে যায়, তখন এটি ফুলে উঠতে শুরু করে। এর আগের আকারের কয়েক হাজার গুণ বড় হয়ে এটি শীতল লাল দৈত্যে পরিণত হয়। পরে আবার যখন গ্যাসগুলো মহাশূন্যে ফেরত যায় তখন এটি আবার সঙ্কুচিত হয়ে যায় এবং এর ৮০ শতাংশ ভর ফেলে দেয়। অবশিষ্টাংশগুলি একটি সাদা বামনের আকারে থেকে যায়।