আগামী শনিবার IPL-এর উদ্বোধন। প্রথম ম্যাচে মুখোমুখি রহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সব দলের ক্রিকেটারদের পাশাপাশি চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে UAE পৌঁছে গিয়েছেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং IPL চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। করোনা সতর্কতা ছাড়াও এবার IPL-কে ম্যাচ ফিক্সিংয়ের 'কুনজর' থেকে রক্ষা করতে বদ্ধপরিকর ভারতীয় ক্রিকেট বোর্ড। সংবাদসংস্থা PTI-এর খবর অনুযায়ী, কুড়ি-বিশের টুর্নামেন্টকে ফিক্সিং, বেটিংয়ের মতো বেআইনি কাজের ছায়া থেকে বাঁচাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে BCCI। অতিমারী উদ্বেগের মধ্যেই সংযুক্ত আমিরশাহিতে IPL আয়োজন করা হয়েছে। জানা গেছে, গড়াপেটা-মুক্ত টুর্নামেন্টের লক্ষ্যে Sportradar নামক এক সংস্থার সঙ্গে চুক্তি করেছে BCCI। দুর্নীতি রুখতে এই সংস্থার নাম বিশেষ নাম রয়েছে। বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিট (ACU)-এর সঙ্গে যৌথভাবে কাজ করবে এই Sportradar। প্রসঙ্গত, সম্প্রতি গোয়া ফুটবল লিগে প্রায় এক ডজন গেমে গড়াপেটা হয়েছে বলে রিপোর্ট পেশ করেছিল এই সংস্থা। এছাড়াও FIFA, UEFA-র মতো বিশ্ব ক্রীড়া সংস্থার সঙ্গেও কাজ করেছে তারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.