পেঁয়াজ রপ্তানি বন্ধ করে অনুতপ্ত ভারত: পররাষ্ট্রমন্ত্রী
আগাম ঘোষণা না দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় ভারত অনুতপ্ত হলেও গত দুইদিনে দেশে ঢোকেনি আগের এলসির একটি ট্রাকও। বললেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্বের খোলা এলসির বিপরীতে দেশের অন্যতম স্থলবন্দর যশোরের বেনাপোলে শতাধিক, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ৫শ', দিনাজপুরের হিলি স্থলবন্দরে প্রায় ২শ' ট্রাক পেঁয়াজ বোঝাই করে সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে আটকে রয়েছে।