![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/5b57ec0e120c26ef3b563761b31843ca-5e6f4469059d3-2009170837.jpg)
দুই নায়িকাসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কী করছেন শাকিব?
মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়াসহ নায়ক শাকিব খানকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে। দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ নামের সিনেমার কাজ নিয়ে শুটিংয়ে ফিরেছেন তিনি। এই শুটিংয়ের কাজেই তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যান।
সিনেমায় তার সঙ্গে আরো আছেন ছবির দুই নায়িকা মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। সম্প্রতি বেশ কিছু লোকেশনে কাজ হয়েছে ছবিটির। পরিচালক অনন্য মামুন বলেন, আমরা পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছি। পুরো টিমের সবাই খুব সাপোর্ট দিচ্ছেন।