জুমের সঙ্গে মিষ্টি পান, সম্ভাবনার উঁকি
কাঁচা-পাকা ধানে ভরে গেছে জুম। এ যেন ঘন সবুজে মোড়ানো পাহাড়। খাগড়াছড়ির দীঘিনালার সীমানাপাড়ার বেশির ভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ জুম চাষের ওপর নির্ভরশীল। তবে জুমের সঙ্গে এবার পাহাড়ে পান চাষে আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা। পানের চাষ ভালো হওয়ায় তাদের মুখে হাসি ফুটেছে। অতীতে এক পাহাড়ে জুম চাষ করার ১০ থেকে ১৫ বছর পর আবার সেই পাহাড়ে জুমের আবাদ করা হতো।
এবারই প্রথম জুমের সঙ্গে পান চাষ করে বিপ্লব ঘটিয়েছেন সীমানাপাড়ার অন্তত ৬০ চাষি। এতে উঁকি দিচ্ছে নতুন সম্ভাবনা। জুমে ধান, হলুদ, মারফা, মিষ্টি কুমড়া, তিল, ভুট্টা, বরবটিসহ প্রায় ৪০ ধরনের সবজি উৎপাদিত হয়।