ভারতে চুরি যাওয়া মূর্তি ৪২ বছর পর ফিরল যুক্তরাজ্য থেকে
চার দশকেরও বেশি সময় আগে দক্ষিণ ভারতের তামিল নাডুর একটি হিন্দু মন্দির থেকে চুরি হওয়া তিনটি ব্রোঞ্জের মূর্তি ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দিয়েছে যুক্তরাজ্য।
১৯৭৮ সালে নাগাপাট্টিনামের একটি বিষ্ণু মন্দির থেকে বিজয়নগর আমলের মোট চারটি মূর্তি চুরি হয়েছিল। চতুর্দশ থেকে সপ্তদশ শতক পর্যন্ত দক্ষিণ ভারতের একাংশ বিজয়নগর সাম্রাজ্যের শাসনাধীন ছিল।