![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F213d0411-9522-47e6-8447-c10461442eb9%252FTaliban__.jpg%3Frect%3D0%252C446%252C5472%252C2873%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
কঠিনতম চ্যালেঞ্জের মুখে তালেবান
প্রথম আলো
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৬
১৯ বছর আগের সেপ্টেম্বরে এ যুদ্ধের শুরু। আর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর কাতারের দোহায় একই প্রতিপক্ষরা বসেছে যুদ্ধের বদলে শান্তির খোঁজে। ইতিহাসের নির্মম কৌতুকই বলতে হয় একে।
কোনো এক অনাগত ইতিহাস এ রকম যুদ্ধবাজ আর কপট শান্তিবাদীদের নিশ্চয়ই হাজার হাজার বেসামরিক মানুষের খুনের দায় নিতে বলবে।