![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2018/07/12/5396f7ce0b36fc7d1d96e1655489357a-5b46fc0595e83.jpg)
শিশুবান্ধব হয়ে উঠছে শিশু হাসপাতাল
স্থাপনা কিংবা পরিবেশ সবকিছুতে শিশুদের জন্য লাগে বাড়তি মনোযোগ। অসুস্থ হয়ে হাসপাতালে এসে ঘরের পরিবেশ না পেলে শিশুর অন্য আরও কিছু সমস্যা দেখা দিতে পারে—এমন শঙ্কায় তাদের মানসিক স্বাস্থ্যর দিকে খেয়াল রাখার কথা বলা হয়ে থাকে। অনেক না-পাওয়া ও প্রতিকূলতার মধ্যেই রাজধানীতে একমাত্র সরকারি শিশু হাসপাতালটি হয়ে উঠছে শিশুবান্ধব। পরিচ্ছন্ন মেঝে, খেলার জায়গা, খোলামেলা থাকার জায়গা করে দেওয়ার চেষ্টা দৃশ্যমান। অভিভাবকরা বলছেন, একটু স্বস্তিদায়ক জায়গা না হলে বাচ্চাদের রাখাটাই মুশকিল হয়ে যায়। ওরা হুট-হাট যেখানে সেখানে বসে পড়ে, এটা ওটা মুখে তোলে। এখানে বেশ পরিচ্ছন্ন থাকায় চিন্তামুক্ত থাকতে পারছি। আর কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে অবকাঠামোগত সমস্যা আছে, টয়লেট ফিটিংস প্রায় ভাঙা পাওয়া যায়। নিয়মিত পরিদর্শন করে সেগুলো ঠিক রাখার চেষ্টা করা হয় কিন্তু শতভাগ সফলতা আসেনি।