বিরল সীমান্ত থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

এনটিভি বিরল প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫০

দিনাজপুরের বিরল উপজেলায় ভারতীয় কাঁটা তারের বেড়ার কাছ থেকে এক বাংলাদেশি যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহাঙ্গীর আলম (২৫) বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজইন ব্রিজপাড়া গ্রামের মৃত কবীর হোসেনের ছেলে। জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) তাওহিদ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,

বুধবার বিকেলে স্থানীয় লোক মারমত সংবাদ পেয়ে জাহাঙ্গীর আলমের লাশ এনায়েতপুর সীমান্ত এলাকার গোবরা বিল নামক স্থানে কাঁটা তারের বেড়ার কাছ থেকে উদ্ধার করা হয়। জাহাঙ্গীর গত ৭ সেপ্টেম্বর বিকেলে থেকে নিখোঁজ ছিলেন বলে তাঁর পরিবারের লোকজনের কাছ থেকে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও